প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশের মতো সোনারগাঁ উপজেলার সাদিপুরেও হয়েছে বিশেষ টিকা কার্যক্রম। এসএমএস’র প্রাপ্তদের কেন্দ্রে হাজির হলেই মিলছে সিনোফার্মার প্রথম ডোজ। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই টিকা পেয়ে খুশি সাদিপুর ইউনিয়নবাসী। জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান কার্যক্রম হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় টিকাদান কার্যক্রমের সূচনালগ্নে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও উচ্চ বিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিদর্শন করেন তালতলা ফাঁড়ি ইনচার্জ এস এম ইকবাল। সাদিপুরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. ওমর ফারুক জানান, আমি আজই নিবন্ধন করে টিকা নিয়েছি। এতে আমার কোনো সমস্যা হয়নি। আমি এসে দেখি এ কেন্দ্রে কোনো ভিড় ছিল নেই। টিকা পেয়ে আমি অনেক খুশি। সাদিপুর স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ডা. মুরাদ হোসেন জানান, সাদিপুর ইউনিয়নে এ কেন্দ্রে আজ ১৫০০ জনকে টিকা দেয়া হয়। এ কেন্দ্রে ৫টি করে বুথ রয়েছে। এছাড়া বিশ্রামের জন্য আলাদা রুম রয়েছে। তিনি আরো জানান, যাদের নিবন্ধন রয়েছে কেবল তারাই এ টিকা নিয়েছে। টিকা নিতে কারো কোনো সমস্য হয়নি। এছাড়া আইনশৃঙ্খলার বাহিনীর পর্যাপ্ত সংখ্যাও ছিল। বরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন জানান, টিকা নিতে যাতে কারো কোনো সমস্যা না হয় সেজন্য আলাদা রুমও খুলে দেয়া হয়। এছাড়া সব শিক্ষকও আমরা মনিটরিং করছি। এসময় উপস্থিত ছিলেন, সাদিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আবুল হাসেম, আমিনুল মাস্টার, রশিদ মাস্টার, নয়ন ভূঁইয়া, মাসুম প্রমুখ।