নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের শশুর হাজী সাইফুদ্দিন আহমেদ (৭৬) এর মৃত্যুতে শোক জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকা অবস্থায় শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী সাইফুদ্দিন আহমেদ এর মৃত্যু হয়।
বাদ আছর মাসদাইর কবরস্থানে মরহুমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে বন্দরের লক্ষণখোলায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেয়ে সালমা ওসমান লিপি জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও ছেলে তানভীর আহমেদ টিটু বিসিবির পরিচালক।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক এক শোক বার্তায় মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করে শোক- সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।