নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সংসদ সদস্য আলহাজ একেএম শামীম ওসমানের শ্বশুর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইফুদ্দিন আহাম্মেদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মোগড়াপাড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী হাজী সোহাগ রনি।
এক শোক বার্তায় তিনি জানান, আমাদের প্রাণপ্রিয় নেতা, নারায়ণগঞ্জের আ.লীগের রাজনীতির সিংহ পুরুষ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ একেএম শামীম ওসমানের শ্বশুর হাজী সাইফুদ্দিন আহাম্মেদের মৃত্যুতে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া দোয়া করি মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে হাজী সাইফুদ্দিন আহাম্মেদের বয়স ছিল (৭৬) বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ে প্রথম ও বন্দর লক্ষণখোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।