নিজস্ব প্রতিবেদক: আসন্ন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও নৌকার মনোনয়ন প্রত্যাশী লায়ন মাহবুবুর রহমান বাবুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। বাবুল আ.লীগের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি। পরে তিনি রোববার রাত ৯টায় নাগরীয়াহাটিতে এক উঠান বৈঠক ও আলোচনা সভা করেন। সভায় বাবুল উপস্থিত হলে ফুল দিয়ে বরণ করে নেন তাকে এলাকাবাসী।

সভায় সিদ্দিক ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবুল হোসেন, আ.লীগের ১নং ওয়ার্ডের প্রবীণ নেতা মোতাহার, শাজাহান, হাফিজ উদ্দিন, গোলজার, মোস্তফা, যুবলীগ নেতা রমজান আলী, ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আ. আউয়াল প্রমুখ। সরেজমিনে জানা যায়, লায়ন বাবুল ইউনিয়নের কয়েকশ’ নেতাকর্মী নিয়ে ৪নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এসময় তার নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
সভায় লায়ন বাবুল বলেন, আমাকে যদি প্রধানমন্ত্রী নৌকা দেন তাহলে আমি নির্বাচন করবো। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। আপনারা যদি আমাকে ভোট দেন জয়ী করেন তাহলে এ ইউনিয়কে আমি একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করবো। কারণ আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার দুজন মেয়ে আছে। তারা তো অন্যের বাড়িতে চলে যাবে। কাজেই আমি চাই সুখে দুখে সব সময় আপনাদের পাশে থাকতে। আলোচনা শেষে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও নেক হায়াৎ কামনা করেন। এ সময় আ.লীগ নেতা হাফিজ উদ্দিন, শাহজাহান, আউয়াল, মোতালেব, ইঞ্জিনিয়ার আসাদ, থানা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোখলেস, নারায়ণগঞ্জ জেলা তাতী লীগের সহ-সভাপতি গাজী রিপন, যুবলীগের ৫নং ওয়ার্ড সভাপতি রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।