সাভারের উত্তর তালবাগ ব্যাংক কলোনী ছাপড়া সমাজ এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন সুমী। সুমীর মায়ের দেয়া তথ্যমতে ঐ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো সুমী।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দীর আব্দুল মতিন মিয়ার বড় মেয়ে সুমী। গত ২৫ আগস্ট বুধবার সাভার থেকে সোনারগাঁয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় বলে মোবাইল ফোনে তার মা হালিমা বেগমকে জানায় সুমী।
রাতে মেয়ের আসতে দেড়ি হলে হালিমা বেগম নিজেই সুমীকে ফোন করে কিন্তু সেই সময় সুমীর মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়, পরে তার মা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ-খবর নেয়ার চেষ্টা করেন, কিন্তু কোনো প্রকার সন্ধান না পেয়ে ঢাকা সাহাবাগ থানায় গতকাল ২৯ আগষ্ট একটি সাধারণ ডায়েরী করেছেন।
কোন হৃদয়বান ব্যক্তি সুমীর সন্ধান পেলে ০১৯৮৯৫৭২৬৩৮ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে তার পরিবার