নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতা খোকনের উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম, মিলাদ মাহফিল, আলােচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সনমান্দি ইউনিয়নে সোনারগাঁয়ের সাবেক ছাত্রলীগ নেতা সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম খোকন প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করেন।
এ সময় জহিরুল ইসলাম খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। করোনাভাইরাস মোকাবেলায় দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের বাঙালি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে তিনি সার্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরো গতিশীল হবে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি আরো উন্নত হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হবে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি। পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ তাঁর পরিবারের জন্য দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা।