নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে গণসংযোগ করেন জামপুর ইউপির সাবেক সদস্য ও ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মনির হোসেন। রবিবার (২৪ অকক্টাবর) সন্ধ্যার পর তিনি ওয়ার্ডের বাছাব, কালারটেক এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি নেতাকর্মী ও এলাকার জনগণদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দোয়া চান।
গণসংযোগে মেম্বার পদপ্রার্থী মো. মনির হোসেন বলেন, ৮নং ওয়ার্ডের জনগণের দোয়া ও সমথর্ন নিয়ে আমি মেম্বার পদপ্রার্থী হয়েছি। আমি সাধারণ জনগণের সব সময় সেবক হয়ে থাকতে চাই। অত্র ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে আমি বিলিয়ে দিতে চাই। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যেন জয়ী হতে পারি। এসময় এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।