নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার জামপুর ইউপি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এর আগে সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুকে এক বিদায় সংবর্ধণা দেওয়া হয়।

সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু বলেন, আমি গত ৫ বছর সততার সাথে জামপুর ইউনিয়ননের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। এ বছর আ.লীগের নৌকায় মনোনীত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া। ফলে আমি নির্বাচন করেনি। আর এতে হুমায়ুন কবির ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হন। তিনি অনেক ভালো মানুষ। আমি আশা করি অতীতের চেয়ে এ ইউনিয়নে অনেক ভালো কাজ হবে। ইউনিয়ন পরিষদের সব দায়িত্ব নবনির্বাচিত চেয়ারম্যানকে আমি আজ বুঝে দিলাম। তিনি আরো বলেন, সব ইউপি সদস্য ও জামপুর ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবেন।

নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, প্রাক্তন চেয়ারম্যান হামীম শিকদার শিপলু সব সময় আপনাদের পাশে ছিলেন। তিনি আমাকে আজ দায়িত্ব বুঝে দিলেন। আমি সবাইকে সাথে নিয়ে এ ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এসময় আরো দায়িত্ব গ্রহণ করেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহীন, ২নং ওয়ার্ডের সদস্য মো. বদরুজ্জামান বদু, ৩নং ওয়ার্ডের সদস্য মো. সানাউল্লাহ, ৪নং ওয়ার্ডের সদস্য মো. মিলন মিয়া, ৫নং ওয়ার্ডের সদস্য মো. মোতালিব ভূঁইয়া, ৬নং ওয়ার্ডের সদস্য মো. নিরব, ৭নং ওয়ার্ডের সদস্য মো. নাসির উদ্দিন, ৮নং ওয়ার্ডের সদস্য মো. মনির হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য মো. কামরুল হাসান, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য নাদিয়া আক্তার নুর, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সদস্য বিলকিস আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য শিল্পী আক্তার। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।