নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হুমায়ুন কবির ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় জামপুর ইউপির মহজমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে এ সংবর্ধণা দেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. শফিক মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জামপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হুমায়ুন কবির ভূঁইয়া। সভার শুরুতে মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর পক্ষ হতে চেয়ারম্যানকে সংবর্ধণা দেওয়া হয়।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ বলেন, আ.লীগ তথা শেখ হাসিনা সরকার এ দেশে অনেক উন্নত করেছে। কোনো সরকার বিনামূল্যে বই দেয় নাই। কিন্তু এ সরকার ছাত্রÑছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে সারা দেশে বিনামূল্যে বই দিচ্ছে। যার ফলে বর্হিবিশে^ আমাদের দেশ রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি আরো বলেন, একটা সরকার স্থিতিশীল থাকলে স্বাভাবিকভাবেই দেশ অনেক উন্নত হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, আমাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছেন মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাকে সংবর্ধনা দেওয়াই আমি গর্বিত। আমি আশা করবো জামপুর ইউনিয়নকে উন্নয়ন করার জন্য সবাই আমাকে সহযোগিতা করবেন।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোবারুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মো. আল আমিন ভূঁইয়া, মালিপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোসা. হেলেনা বেগম, উম্মে কুলসুম, আলেয়া সুলতানা, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠণিক সম্পাদক এস এম আলমগীর, মাইনুদ্দিন, মনির হোসেন প্রমুখ।
জানা যায়, এর আগে গত ২৮ নভেম্বর নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল সংখ্যক ভোট পেয়ে প্রথম বারের মতো নির্বাচিত হন জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হুমায়ুন কবির ভূঁইয়া।