নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে নৌকার প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা ও উপজেলা আ.লীগ নেতারা। রোববার সকালে জামপুর পেচাইন এলাকায় এ মানবন্ধন ও প্রতিবাদ করেন তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আওয়ামী লীগের নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবেসে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে নৌকার প্রতীক দিয়েছেন। সেই নৌকার প্রার্থীর ক্যাম্প রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুবৃর্ত্তরা। কত বড় সাহস সরকার দলীয় প্রার্থীর ক্যাম্প ভেঙে দেয়। অচিরেই ক্যাম্প ভাঙার সাথে জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মান্ধববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহিদ বাদল, যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ জেলা আ.লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু খাঁন, মাহবুবুর রহমান, সোনারগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ।