নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর আদর্শ সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নয়াপুর বাজার এলাকায় ৯তলা বিশিষ্ট সুপার মার্কেটের উদ্বোধন করেন সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ মোল্লা। এসময় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নানাখী আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক ও নয়াপুর বাজার মসজিদের খতিব মাওলানা শায়খ হাফেজ মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মতিঝিল সরকারি কলোনী জামে মসজিদের খতিব শায়খ মুফতি জোবায়ের আহম্মেদ, নয়াপুর আদর্শ সুপার মার্কেটের সভাপতি মো. আতিকুল ইসলাম, মার্কেটের সদস্য মো. তাওলাদ মুন্সি , সাদিপুর ইউপি সদস্য মো. আলামিন, ইউপি সদস্য রোকসানা আক্তার, সাবেক ইউপি সদস্য মো. আ. হামিদ, নয়াপুর আদর্শ সুপার মার্কেটের সেক্রেটারি হাজী মো. মনির হোসেন, মাকের্টের কোষাধ্যক্ষ আমিনুল হক, মার্কেটের সহ-সভাপতি শামীম খন্দকার, মার্কেটের সহ- কোষাধ্যক্ষ জমির আলি, তাজুল ইসলাম, আয়নাল হক, সেলিম, মামুন আহম্মেদ প্রমুখ।