নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কনক নামে ১ জন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত কামরুজ্জামান কনক সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা এলাকার গোয়ালদীর বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে এবং মদনপুর ফারিহা টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ হোসেন করিম খাঁন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, মৃতের লাশ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।