নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নে উঠান বৈঠক ও আলোচনা সভা করেন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী লায়ন মো. বাবুল। সোমবার বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোয়ালপাড়া এলাকায় স্থানীয় আ.লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বারদী ইউপির ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. শামসুদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আ.লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে ছিলেন, সোনারগাঁ উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য, বারদী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক মো. কামাল হোসেন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার মার্কা নৌকা। তাই বারদী ইউনিয়নে লায়ন মো. বাবুলকে জয়ী করা মানে শেখ হাসিনাকে জয়ী করা। এজন্য ২৮ তারিখে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে লায়ন বাবুলকে জয়ী করবেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী লায়ন বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বারদী ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আগেও হয়েছে। ভবিষ্যতেও হবে। আমি যদি জয়ী হতে পারি তাহলে এ ইউনিয়কে একটি মডেল ইউনিয়ন হিসিবে গড়ে তুলবো। তিনি আরো বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হককে সাথে নিয়ে ও তার দিকনির্দেশনা মেনে সামনে এগিয়ে যাবো। তাই ২৮ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দেব। এসময় আরো উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।