সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থীরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের কঠিন সিদান্তের কারনে আসন্ন বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা কোণঠাসা হয়ে নিজেদের অবস্থান দরে রাখতে তাদের পরিবারের বড় ভাইদের নির্বাচনের মাঠে নামিয়ে দিয়েছে। তারা নির্বাচনের মাঠে নতুন হলেও ইতিমধ্যে ক্ষমতাসীন দলের নৌকার মনোনয়ন পেতে জেলা, উপজেলা ও কেন্দ্রের নেতাকর্মীদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন ওসব নেতারা।
জানা যায়, গত বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হককে পরাজিত করতে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন গোয়ালপাড়া গ্রামের সালাউদ্দিনের ছোট ছেলে আমিনুল ইসলাম ও দলরদী গ্রামের মোহাম্মদ আলী ছোট ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। সে নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী জহিরুল হকের ব্যাপক জনপ্রিয়তা থাকায় বিদ্রোহী প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হন এবং নৌকার প্রার্থী জহিরুল হক নির্বাচিত হয়।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের কঠিন সিদান্তের কারনে আসন্ন বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা কানঠোসা হয়ে নিজেদের অবস্থান দরে রাখতে তাদের পরিবারের বড় ভাইদের নির্বাচনের মাঠে নামিয়ে দিয়েছেন। ইতিমধ্যে গোয়ালপাড়া গ্রামের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলামের পরিবর্তে তার বড় ভাই লায়ন মোঃ বাবুল (চুম্মা বাবুল) নৌকার মনোনয়ন পেতে বিভিন্ন নেতাকর্মীদের দারে দারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। আরেক বিদ্রোহী প্রার্থী দলরদী গ্রামের মোহাম্মদ আলীর ছোট ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পরিবর্তে তার বড় ভাই ইকবাল হোসেনও নৌকার মনোনয়ন পেতে নেতাকর্মীদের দারে দারে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোপ।
বারদী ইউনিয়নের কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, প্রতিবছর ইউনিয়নের নির্বাচন আসলে কয়েকটি পরিবারের সদস্যরা তাদের রুপ পরিবর্তণ করে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দেখা যাচ্ছে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের পরিবার থেকে এবারও নৌকার মনোনয়ন চাচ্ছেন। এমনকি বিএনপি পরিবারের সদস্য রয়েছে এই প্রার্থীর তালিকায়।