নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনপুর ইউনিয়নে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে মদনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মদনপুর ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান ও নৌকার মনোনিত প্রার্থী আলহাজ্ব গাজী এম এ সালাম।
মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মো. লিয়ন হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক মো. আলিনুর, বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, বন্দর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রাফিয়ান আহম্মেদ, মদনপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কার্যকরী সদস্য মামুন শিকদার, আনোয়ার হোসেন, রোকন মিয়া, মো. সেলিম প্রমুখ।
এ সময় মদনপুর ইউপি চেয়ারম্যান গাজী এম সালাম বলেন, শ্রমিকদের জন্য আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি দাওয়াগুলো আমরা সরকারের সবোচ্চ পর্যায় পর্যন্ত নিয়ে এসেছি। গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বতমান সরকার দেশের অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সে জন্য বিশ্বের দরবারে বাংলাদেশ আজ প্রশংসিত। তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মদনপুর ইউনিয়নে সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি নৌকা মার্কার জন্য সকলের কাছে ভোট চান। তিনি আরো বলেন, আমি যদি জয়ী হতে পারি তাহলে এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এসময় মদনপুর ইউনিয়নের আ.লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।