নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। পরে ঢাকার শিল্পীদের অংশগ্রহণে বাউল গান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন, সেক্টর কমান্ডার ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ফজলুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন জালাল দেওয়ান।
সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা শেখ মুজিবুর রহমানের সৈনিক। তার ডাকে আমরা এ দেশ স্বাধীন করেছি। স্বাধীনতা অর্জন করতে হাজার হাজার মা-বোনদের ইজ্জত ও রক্ত দিতে হয়েছে। ৯ মাসের যুদ্ধে অনেক কষ্টে আমরা এ বাংলা অর্জন করেছি। যার কারণে এখন সবাই স্বাধীন রাষ্ট্রে কথা বলতে পারি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মোল্লা, তালেব আলী, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, জালাল দেওয়ান, নুর নবী, ইব্রাহীম, সোনা মিয়া, আব্দুর রাজ্জাক, সাদিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সাদিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বাদশা, সাদিপুর ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মো. বিল্লাল প্রধান, মো. মাহফুজুর রহমান, শামীম, মিকাইল, শাহ আলম, তানিয়া আক্তার প্রমুখ।