নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াছিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ৫.৪০মিনিটে উপজেলার জামপুর ইউপির শিরাবের নিজ বাসায় সে ইন্তেকাল করেন।
জানা যায়, ইয়াছিন সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের শিরাব গ্রামের মো. ইদু মিয়ার ছেলে। ইয়াছিনের জানাজা আজ শনিবার সকাল ১০টায় শিরাবতে অনুষ্ঠিত হবে। সে ছাত্র থাকাকালীন থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।
ইয়াছিনের মৃত্যুতে সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মান্নান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া আরো শোক প্রকাশ করেন, বিএনপি নেতা মো. হাজী সেলিম, শহিদুল রহমান স্বপন, আশরাফ ভূঁইয়া, মুজাহিদ মল্লিক, মো. আওলাদ, আলহাজ¦ মো. মিন্টু প্রমুখ।