আসন্ন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসাইনের উঠান বৈঠক ও গণসংযোগে মানুষের ঢল।

রবিবার দিনব্যাপী ইউনিয়নের লস্করবাড়ি, গনকবাড়ি, রতন মার্কেট, খেজুরতলা ও চেয়ারম্যান পাড়া সহ তৎসংলগ্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন এবং কয়েকটি এলাকায় উঠান বৈঠক করেছেন।

উক্ত কর্মসূচিসমূহে তার অনুগামী অসংখ্য নেতা-কর্মীরা সহ স্থানীয় এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসাইন উপস্থিত সকলের কাছে তার জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। তাকে পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে এবং বয়স্ক জনসাধারণ তার মাথায় হাত বুলিয়ে তাকে দোয়া করতে দেখা গেছে। এসময় তিনি সকলের কাছে নির্বাচনী লিফল্যাট বিতরণ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ হেলাল উদ্দিন, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, রবিউল্লাহ, মহসিন, আলমাছ, সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ নয়ন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নূর মোহাম্মদ ও শামীম আহমেদ, ছাত্রলীগ নেতা গাজী শাহীন মাহমুদ, রাকিবুল হাসান হৃদয়, মোঃ রুবেল হোসেন, আন্দার মানিক এলাকার প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ মকবুল হোসেন, লস্কর বাড়ি এলাকার মোঃ আজীজ, গনক বাড়ি এলাকার সফিউল্লাহ, আমগাঁও এলাকার আওয়ামী লীগ নেতা মোঃ নিয়ামুল, শাহজাহান, আবিদ ভূঁইয়া সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।