নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন মো. আলামিন। গত মঙ্গলবার দুপুরে সাদিপুর ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে এ নির্বাচন হয়। এতে তিনি ১০ ভোট পান। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন এ রেজাল্ট দেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আ. রশিদ মোল্লার সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যানের ভোট অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ জন। ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলামিন। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন এ রেজাল্ট দেন। তিনি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাদিপুর ইউনিয়নের আ.লীগের সাবেক সেক্রেটারি মরহুম আলহাজ সিরাজুল ইসলামের ছেলে। আলামিন এর আগে গত ৫ বছর এ পরিষদের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ ছিলেন। এছাড়া তিনি সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
প্যানেল চেয়ারম্যান আলামিন জানান, আমি চেষ্টা করি সব সময় ভালো কাজ করার জন্য। সে সুবাধে আমি অনেক উন্নয়ন কাজ করেছি। ফলে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭নং ওয়ার্ডের মেম্বার হয়েছি। ইউপি সদস্যরা আমাকে ভালো জেনেই ১০ ভোট দিয়েছে। মাত্র ২ ভোট পাইনি। তিনি আরো বলেন, আমি চেষ্টা করবো সব সময় জনগণের পাশে থাকার জন্য।
এছাড়া প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ মো. তাজুল ইসলাম। এবং প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোসা. হেনা বেগম। এ সময় সাদিপুর ইউপি পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।