সময় পোস্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আলী হোসাইনের প্যানেল জনসমর্থনে এগিয়ে রয়েছে। বুধবার সকালে বিভিন্ন এলাকায় সরেজমিনে গেলে একাধীক অভিভাবক ও শিক্ষার্থীরা জানান স্কুলের উন্নয়নের স্বার্থে আলী হোসাইনকে আবারও সভাপতি করার দাবী তাদের।
অভিভাবকরা আরও জানান, শিল্পপতি আলী হোসাইন সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকা অবস্থায় শিক্ষার মানসহ স্কুলের ব্যাপক উন্নয়ন হয়েছে। গরিব-অসহায় শিক্ষার্থীদের ফ্রি বেতনসহ বিভিন্ন ভাবে আর্থিক সহযোগীতা করেছেন তিনি। তাই আগামী ২৮ মার্চ নির্বাচনে আলী হোসাইনের প্যানেল কে সকল অভিভাবক ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়সহ স্কুলের আরও ব্যাপক উন্নয়ন হবে। তাই শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নসহ স্কুলের অবকাঠামোর উন্নয়নের স্বার্থে আলী হোসাইনের প্যানেল কে জয়ী করার দাবী অনেক অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের।
সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো: আলী হোসাইনের প্যানেল থেকে ১। আবু ছাদেক মোহাম্মদ এছাক-ব্যালট নং (১), ২। আমির হোসেন-ব্যালট নং (৪), ৩। আবুল কালাম-ব্যালট নং (৩), ৪। তাইজুল ইমলাম মেম্বার-ব্যালট নং (৬) নিয়ে নির্বাচন করছেন।
উল্লেখ্য: ২৮ মার্চ ২০২২ ইং সোমবার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা: এ জেড এম নজরুল ইসলাম
উপদেষ্টা: হাফিজুল হক দোলন
সম্পাদক: ফারুক হোসাইন