ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় সওজ এর জায়গা সাম্পান নামে একটি বেসরকারি কোম্পানিকে অবৈধভাবে দখলে দিতে দুই ভাই স্থানীয় জনগণের উপর রীতিমতো তান্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩রা মার্চ) সকালে সরেজমিনে স্থানীয় এলাকাবাসী মারফত জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সওজের জায়গায় সাম্পান নামের একটি কোম্পানি তাদের লোকজন দিয়ে অবৈধ ভাবে দেয়াল নির্মান কাজ শুরু করে। পরে এলাকাবাসী বাধা দিলে নয়াবাড়ি এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল ওয়াহিদ ও আব্দুস শহীদ ভাড়াটে সন্ত্রাসীদের কে নিয়ে এলাকাবাসীর উপর হামলা করে।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবৈধ দেয়াল নির্মান কাজ বন্ধ করে। হামলায় স্থানীয়দের মধ্যে হৃদয় (২৯) নামে একজন গুরুতর আহত হয়।
এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের শিমরাইল শাখার উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণ না করার নির্দেশ দেয়া হয়েছে।