সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য, বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহিরুল হক। ৭ আগস্ট শনিবার সকাল ৯ টা থেকে ৩টা পযন্ত সারা দেশের ন্যায় সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পরিষদ কার্যলয়ের সামনে গণটিকা কেন্দ্রে প্রায় ৬ শত নারী পুরুষের মাঝে করোনা টিকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির আহবায়ক এ জেড এম নজরুল ইসলাম, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফ সরকার, সহ-সভাপতি আসাদ, ইউপি সদস্য নজরুল, দায়েন সরকার, হাবু মিয়া, ফারুক মিয়া, বাবুল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল, সোহাগসহ ২০/৩০ জন স্বে”ছাসেবী কাজ করেন।
ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, শান্তিপূর্ণ ও উৎসমূখর পরিবেশে বারদীতে করোনা টিকা প্রদান করা হয়েছে। যারা করোনা টিকা নিতে এসেছেন তাদের বসার জন্য চেয়ার দেওয়া হয়েছে। যাতে কোন ব্যক্তি দাড়িয়ে থেকে কষ্ট না করতে হয়।