সোনারগাঁ ঊপজেলার রাস্তার পাশ থেকে এ অজ্ঞাত (৩৫) নারীর লাশ উদ্ধার করেছে তালতলা তদন্ত কেন্দ্র। রবিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকার এশিয়ান হাইওয়ের পাশে লাশটি পড়ে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন জানান, রবিবার সকালে মদনপুর-জয়দেবপুর (এশিয়ান হাইওয়ে) সড়কের পাশে একটি বোরকা পরিহিত নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তি প্রতিবন্ধি হতে পারে। রাতের বেলা চলতে গিয়ে কোন গাড়ীর ধাক্কায় রাস্তার পাশে পড়ে মারা গেছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানাযাবে।