নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের প্রতিবাদে নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। রবিবার বিকেলে তালতলা-বারদী সড়কের লাধুরচর এলাকায় এ মানবন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, র্দীঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট নদী খননের নামে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে ব্রহ্মপুত্র নদের পাশের স্কুল, মাদ্রাসা, শশ্মানসহ আশ-পাশের বাড়ির ঘর নদীতের ভেঙ্গে পড়ছে। অবৈধ বালু উত্তোলন দ্রæত বন্ধ না করতে পারলে গোবিন্দপুর, চরপাড়া, মজমপুর, বশিরগাঁও, মিরেরবাগ, মকিমপুর, ঝালকান্দিরসহ প্রায় ২০টি গ্রামের বাড়িঘর, স্কুল, মাদ্রাসা, শশ্মানসহ অন্যান্য প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাবে। তাই জেলা ও উপজেলা প্রসাশনের দ্রæত হস্তাক্ষেপ দাবি করে তারা।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, ইউপি সদস্য সেলিম মিয়া, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, খাইরুল আলম, মজিবুর রহমান, ওয়াহিদ মিয়া, জহির, হারুন অর রশিদ, আমির হোসেন প্রমুখ।