নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৮টি ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থীদের নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দিতে উপজেলা আওয়ামীলীগ এক পরিচিত সভা করেছেন। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে এ সভা করেন। সভা শেষে নেতাকর্মীরা মিছিল দিয়ে উপজেলা রিটানিং কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ।
পরিচিতি সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীরে আহ্বায়ক ও উপজেলাপরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, শম্ভুপুরা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মেম্বার, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল রশিদ মোল্লা, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী লায়ন বাবুল ভুইয়া ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর বাতেন ও জামপুর চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন করিব মেম্বার।