সময় পোস্ট ঃ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জহিরুল ইসলাম (৪১) নামের এক ব্যবসায়ীকে অপহরন করে সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী জহিরুল বাদি হয়ে শুক্রবার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। জহিরুল পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার জহিরুল মোগরাপাড়া চৌরাস্তার একটি ব্যাংকের শাখা থেকে সাড়ে চার লাখ টাকা উত্তোলন করে সিএনজি যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা বাসষ্ঠ্যান্ড যাওয়ার পথে সোনারগাঁয়ের মৃধাকান্দি এলাকায় একটি প্রাইভেটকার ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি গতি রোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে ৫ জন ব্যক্তি ডিবি পুলিশের পোষাক পড়ে গাড়ি থেকে নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী জহিরুলকে হাতকড়া পরিয়ে প্রাইভেটকার তুলে নিয়ে যায়। পরে তারা জহিরুল ইলামের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে সাথে থাকা সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বে-সরকারী ক্লিনিকে ভর্তি করে।
সোনারগাঁ থানার (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত চলচ্ছে।