তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া। শনিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সাদিপুর ইউনিয়নে নবনির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, পিরোজপুর ইউনিয়নে নবনির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ন কবির ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান সামসুল আলম সামসু, বারদী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মোহাম্মদ বাবুল, ইউপি সদস্য নাজমুল আলম, রমজান আলী প্রধান, নাছির উদ্দিন, মনির হোসেন, আল-আমিন, দেলোয়ার হোসেন, নিরব, উপজেলা জেলা আওয়ামীলীগ নেতা নেকবর হোসেন নাহিদ প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভূঁইয়া বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে নিয়ে উপজেলাকে আধুনিক মডেল উপজেলা হিসেবে সোনারগাঁবাসীকে উপহার দিতে চাই। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এক সাথে কাজ করতে হবে। যাতে সোনারগাঁয়ে প্রতিটি গ্রাম উন্নয়ন করে শহরে রুপান্তরিত হয়।
