নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গতকাল শনিবার রাতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
জানা যায়, সোনারগাঁয়ে ৮টি ইউপিতে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেনÑকাঁচপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুরে হুমায়ন মেম্বার, সাদিপুরে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, নোয়াগাঁয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর বাতেন, বারদী ইউনিয়নে আহ্বায়ক কমিটির সদস্য লায়ন বাবুল, পিরোজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, শম্ভুপুরা ইউনিয়নে নাছির মেম্বার ও সনমান্দিতে বর্তমান চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।